রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মসজিদ ভবন উদ্বোধন
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে
মাগুরার রাঘবদাইড় ইউনিয়নের বেরইল শিকদারপাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর। গত শুক্রবার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শরীফ আজিজুল হাসান (মোহন), মসজিদ সভাপতি মিলন শিকদার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রাঘদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, মেম্বার কবির মোল্লা, রাঘবদাইড় ইউনিয়নের আ.লীগের সভাপতি মুন্সি মহিদুল ইসলাম মোহনসহ এলাকার গণ্যমান্য ও আলেম-উলামা ব্যক্তিগণ।
কলেজে নবীনবরণ
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলী উপজেলা বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এইচএসসি ২২৭ জন এবং বিএ ৮৭ জন ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কলেজের অধ্যক্ষ মো. ফোরকান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বক্তব্য রাখেন, একেএম আবদুল্লাহ-বীন-রশীদ, উপজেলা নির্বাহী অফিসার, মো. মজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোতাহার উদ্দিন মৃধা, আমতলী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান খান বাদল, ইউপি চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান মো. কাওছার মোল্লা, সোনালী ব্যাংক আমতলী শাখার ম্যানেজার মো. হাবিবুর রহমান, আমতলী পৌর প্যানেল মেয়রসহ আরো অনেকে।
মতবিনিময় সভা
নাটোর জেলা সংবাদদাতা
ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় ও সরকারের সমসাময়িক উন্নয়ন কার্যক্রম নিয়ে নটোরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় এই সভার কার্যক্রম শুরু হয়। সভায় আসন্ন রমজান মাসে নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয় এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনা করা হয়। নাটোর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য সরকারি হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমসহ স্বাস্থ্য সেবা, আবাদি জমির পুকুর কেটে মাটি বিক্রয়, বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখা, কৃষি সারের বাজার মূল্য ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার প্রদত্ত সকল ধরনের নাগরিক সেবা জনসাধারণের জন্যে নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
লিফলেট বিতরণ
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
দাউদকান্দিতে ফুটওভার ব্রিজ ব্যবহারের লক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের উদ্যোগে দাউদকান্দি বিশ্বরোড ফুটওভার ব্রিজ শহিদনগর ফুটওভার ব্রিজ গৌরীপুর ফুটওভার ব্রিজের পাশে পথচারীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মহাসড়কে পারাপারের পথচলা পরিহার করে ফুটওভার ব্রিজের ওপর দিয়ে চলাচলের নির্দেশ দেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দীন বলেন- একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না, তাই নিরাপত্তার স্বার্থে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন এবং ড্রাইভার ভাইরা ট্রাফিক আইন মেনে চলুন। এ সময়ে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আকতার হোসেন, জসিম উদ্দিন মোল্লা, এসআই ছোবাহান, রুহুল আমিন মেম্বার, শান্ত, শাওন, হাসান বেপারী সালাউদ্দিন, আবুল কাশেম, পলিন, সুমন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।