Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপপ্রচার রুখতে ঐক্যের ডাক দিলেন ডেন্টাল হেলথ সোসাইটি নেতৃবৃন্দ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ৭:৪১ পিএম

অপপ্রচার রুখতে ঐক্যের ডাক দিলেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি নেতৃবৃন্দ।তারা বলেন, ডেন্টাল টেকনোলজিস্টরা একেকজন একেকটা উদ্যোক্তা। তারা দেশের মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। কোন অপশক্তির অপপ্রচার তাদের দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সংগঠনটির রাজশাহী বিভাগীয় সম্মেলন রাজশাহীর নান কিং দরবার হলে গতকাল অনুষ্ঠিত হয়। মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইমরান নাজির আহমেদ বুলবুলের সঞ্চালনায় সম্মেলনে সকল অপপ্রচার রুখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতারা।

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি রাজশাহী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব । বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজে হসপিটালের ডেন্টাল বিভাগের প্রভাষক ডা. মো. মাহফুজুর রহমান, ইন্জি. মো. কামাল হোসেন, ডা. খন্দকার হালিমুজ্জামান সোনা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় প্রেসিডেন্ট মো. হারুন অর রশিদ আওরঙ্গ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ খালেদ মোছান্নাহ।

বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন সিনিয়র যুগ্ম মহা-সচিব মোহাম্মদ আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, অধিকার আদায়ে ঐক্যের কোন বিকল্প নেই। সমমনা সংগঠনের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে।



 

Show all comments
  • Dentist Bodiuzzaman ২ এপ্রিল, ২০২২, ৮:৫৭ পিএম says : 0
    বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির ডেন্টাল টেকনোলজিষ্টরা এক একজন উদ্যোক্তা । আমরা মানুষের কল্যাণে কাজ করে থাকি
    Total Reply(0) Reply
  • Bdhs Md Abdur Rahim ২ এপ্রিল, ২০২২, ১১:৫৯ পিএম says : 0
    thank you very much for your Excellency
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ