Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জবির আইন বিভাগের উদ্যোগে ২য় আন্ত:মুট কোর্ট প্রতিযোগিতা

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ৭:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি এবং ইউএসএইড এর (প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দ্বিতীয়বারের মতো মুট কোর্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ এবং জবি মুট কোর্ট সোসাইটির কনভেনর সহকারী অধ্যাপক মিফতাহুল হাসান সান।

সমাপনী পর্বের বিচারক হিসেবে দায়িত্বরত ছিলেন অ্যাডভোকেট শাহ মনজুরুল হক। এসময় তিনি বলেন, আইনের শিক্ষার্থীরা সকল বিদ্যা জানে এবং বিশেষ বিদ্যার সকল কিছুও জানে। আইনজীবী হিসেবে যারা ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য মুট কোর্ট কম্পিটিশন একটি দারুণ সুযোগ।

এছাড়াও বিচারক হিসেবে ছিলেন ব্যারিস্টার আহমেদ এহসানুল কবির, জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মাহবুব সোবাহানী, জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মো: আলমগীর হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইউএসএইড বাংলাদেশের প্রতিনিধি, চিফ অব পার্টি হিদার গোল্ডস্মিথ এবং ওয়াহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদী।ফলাফল ঘোষণা এবং কনভেনর মিফতাহুল হাসান সান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ কর্মশালার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় আন্তঃবিভাগ মুট কোর্ট কম্পিটিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ