Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে এলো ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ৫:২২ পিএম

ফেব্রুয়ারিতে ‘নাসেক নাসেক’ গান দিয়ে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও’র বাংলা ভার্সন। এক মাস পর এলো ইউটিউবভিত্তিক এই আয়োজনটির দ্বিতীয় গান। গানের নাম ‘প্রার্থনা’। গানটিতে ফোক সম্রাজ্ঞী মমতাজ ও বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা মিজান রহমানকে একসঙ্গে পাওয়া গেল, একই মঞ্চে। শুক্রবার (১ এপ্রিল) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি।

‘প্রার্থনা’ গানে সমন্বয় করা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দুটি প্রার্থনা সংগীতকে। একটি হলো ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। অন্যটি হলো ‘বাবা মাওলানা’। প্রথমটি গেয়েছেন মমতাজ, দ্বিতীয়টিতে কণ্ঠ দিয়েছেন মিজান। এছাড়া শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে কোরাসে কণ্ঠ মিলিয়েছেন মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর ও বগা তালেব।

চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা গরমের হাঁসফাঁস। মানুষ ও প্রকৃতি এখন বৃষ্টির অপেক্ষায়। ঠিক এমন সময়ই এমন গান শুনে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন আয়োজকদের। সঙ্গে দুজনের গায়কিও স্তুতি বাক্য পেয়েছে। প্রকাশের ১৮ ঘণ্টা পর গানটির ভিউ প্রায় ৬ লাখ। ৪৭ হাজার লাইকের সঙ্গে আছে হাজারো মন্তব্য। অধিকাংশ মন্তব্যেই এসেছে প্রশংসা, বাহবা। তাদের মতে, আন্তর্জাতিক মানের গান হয়েছে এটি। বিশেষ করে অর্ণবের মিউজিক কম্পোজিশনে মুগ্ধ হয়েছেন সবাই। আবার ভিন্ন মতও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

উল্লেখ্য, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ‘নাসেক নাসেক’ শীর্ষক গান দিয়ে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। সেটি গেয়েছেন অনিমেষ রায়। ওই গানের সঙ্গে ‘দোল দোল দুলুনি’ গানের সমন্বয় করা হয়েছিল। যেটাতে কণ্ঠ দেন পান্থ কানাই। প্রথম গানটি দারুণভাবে প্রশংসা পেয়েছিল। এর ভিউ ৯২ লাখ ছাড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ