Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়কে বিদায় বলে দিলেন জিম ক্যারি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ৫:০৭ পিএম

অভিনয়কে বিদায় বলে দিলেন কানাডিয়ান-আমেরিকান দাপুটে অভিনেতা জিম ক্যারি। সম্প্রতি টিভি শো অ্যাকসেস ডেইলিতে আর অভিনয় করবেন না বলে জানান তিনি। তবে অভিনয় থেকে বিদায় নিলেও শিল্পের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন জিম ক্যারি। ছবি আঁকার বিষয়ে তার শখ রয়েছে। অবসরের পর সেদিকেই বেশি মনোযোগ দিতে চান।

টিভি শো অ্যাকসেস ডেইলিতে যখন জিম ক্যারি বলেন, ‘আমি অবসর নিচ্ছি’। সে সময় বিশ্বাসই করতে চাইছিলেন না সঞ্চালক। তিনি বলেন, ‘মজা করছেন না তো?’

সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জিম বলেন, ‘আমি মোটামুটি সিরিয়াস। যদি কোনো দেবদূত সোনার কালিতে লেখা চিত্রনাট্য এনে বলে যে এটি মানবজাতির জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস, তাহলে আমি আবার অভিনয় করতে পারি। হয়তো চালিয়ে যেতে পারতাম কিন্তু এবার আমি সত্যিই থামতে চাইছি।’

এদিকে আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ক্যারি অভিনীত শেষ ছবি ‘সনিক দ্য হেজহগ টু।’

চার দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন জিম ক্যারি। এই সময়ে ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন জিম। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’, ‘ব্রুস অলমাইটি’, ‘দ্য মাস্ক’, ‘দ্য ট্রুম্যান শো’ ইত্যাদি। এছাড়া ২০টি টিভি শোতেও দেখা গেছে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ