পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট মারা গেছেন ৮৫ জন। মারা যাওয়াদের প্রায় ৫২ শতাংশই টিকা নেননি। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অধিদফতর জানায়, মার্চে মারা যাওয়াদের মধ্যে টিকা নিয়েছেন ৪১ জন; যা ৪৮.২ শতাংশ। টিকা নেননি ৪৪ জন; যা ৫১.৮ শতাংশ।
এতে বলা হয়, টিকা নেওয়া এই ৪১ জনের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১১ জন, দ্বিতীয় ডোজ ২৮ জন এবং এবং তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন ২ জন। এর আগে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত দেশে ১৩ কোটি মানুষ প্রথম ডোজ নিয়েছেন। ১১ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সেই হিসাবে লক্ষ্যমাত্রার ৯৬ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এখনও হাতে ৫ কোটি ডোজ টিকা রয়েছে এবং পাইপলাইনে আরও ৬ কোটি ডোজ টিকা রয়েছে। এখনও যারা টিকা নেননি, তারা টিকা নিলে দেশ আরও বেশি উপকৃত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।