Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজছাত্রী প্রীতি হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

ঢাকায় দূর্বৃত্তের গুলিতে নিহত সামিয়া আফরান প্রীতির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী বাসস্ট্যান্ডে এসব কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, যুবলীগ নেতা নাছির উদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম, সামিয়া আফরান প্রীতির চাচা সুলতান আহমেদ, হোসেন মিয়া ও পল্লী চিকিসৎক হারুনুর রশিদ প্রমুখ। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ দলমত নির্বিশেষে স্বতস্ফূর্ত ভাবে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নিহত সাদিয়া আফরিন প্রীতি (২৪) কড়ইবাড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে রাজধানীর বদরুন্নেছা সরকারি কলেজে সম্মান বিভাগে লেখাপড়া করতো।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার রাতে রাজধানী শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় প্রকাশ্য গুলি করে আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতি (২৪) নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ