Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাথরঘাটায় ২৫ লাখ বাগদা ও ২ লাখ গলদা পোনা জব্দ

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৫ লাখ বাগদা রেনু পোনা ও ২ লাখ গলদার পোনা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়ন থেকে এগুলো জব্দ করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন বলেন, বিপুল পরিমাণ পোনা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার কাঠালতলী ইউনিয়ন থেকে ১১টি মোটরসাইকেলে ৫০টি ড্রামে ও ৫টি কলসিতে বাগদা রেণু ও গলদা রেনু পোনা জব্দ করা হয়। এ সময় ১১ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। আটকৃতদের অবৈধ রেণু পোনা বহনের দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ