Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি সঙ্কটে বোরো চাষ

মৌলভীবাজারে এক পশলা বৃষ্টিতে দুশ্চিন্তা কাটেনি কৃষকদের

এস এম উমেদ আলী, মৌলভীবাজার থেকে | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে পানি সঙ্কটে আবাদকৃত বোরো জমি ফেটে চৌচির হয়ে গেছে। রোপণকৃত জেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির ধান নষ্ট হওয়ার আশংকা রয়েছে। অনা বৃষ্টি ও দীর্ঘ মেয়াদী খরার কারণে অধিকাংশ পানির উৎসস্থল ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় প্রান্তিক কৃষকদের সেচপাম্প অনেক স্থানে বন্ধ রয়েছে। গত দু’দিন এক ফসলা বৃষ্টি হলে এখনও চৌচির হওয়া হাওরের ওপরি ভাগের জমি এখনও আগের মতো রয়েছে। এতে করে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

মৌলভীবাজার সদর উপজেলার গ্রামশ্রীঙ্গলের কৃষক আবজাল হোসেন জানান, ১০৮ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। কুদালী ছড়া থেকে পানি সেচ নিজের জমিতে দেন। পাশাপাশি অন্যের জমিতে সেচ দেন। কুদালী ছড়া শুকিয়ে যাওয়ায় গত ২০ দিন ধরে পাম্প মেশিন বন্ধ ছিল। হালকা এক ফসলা বৃষ্টিতে ছড়ায় কিছু পানি জমা হলে তার আবাদের অর্ধেক জমিতে সেচ দিতে পেড়েছেন।

একই এলাকার কৃষক পাবলু মিয়া এবছর ৩০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। স্বপ্ন ছিল ধান বিক্রি করে ঋণ পরিশোধ করবেন। কিন্তু সে স্বপ্নে মধ্যে আঁধার নেমেছে দীর্ঘ মেয়াদী খরার কারণে, জমি ফেটে চৌচির হয়ে যাওয়ায়। তবুও হাল ছাড়েননি, কখন ছড়ায় পানি আসবে আর সেচ পাম্প চালু করে জমিতে পানি দিবেন সে চিন্তায় রাত জেগে থাকেন।

ওই এলাকার গোবিন্দ সূত্রধর, ১২ বিঘা জমিতে চাষ করেছেন। নিজের ১২ বিঘা জমিসহ অন্যান্য কৃষকের ৫০-৬০ বিঘা জমিতে পাম্প মেশিন চালিয়ে সেচ দিতেন। সেচ কার্যক্রম চালাতে একটি বটগাছের অস্থায়ী শেড বানিয়ে রাত্রি যাপন করতেন। কুদালী ছড়ায় পানি না থাকায় রাত জেগে পাহারা দিতে থাকেন কখন পানি আসবে। এক পর্যায়ে চোখের সামনে জমির ক্ষতি দেখে দুঃশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাহাড় থেকে নেমে আসা কুদালী ছড়া ও ঢেউয়া ছড়ার দু’পাশে এ বছর বোরো ধান আবাদ হয়েছে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে। চারা লাগানের পর ছড়া থেকে পানি উত্তোলন করে জমিতে সেচ দিয়ে আসছেন কৃষকরা। দীর্ঘ মেয়াদী খরার কারণে ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় সেচ পাম্পগুলো বন্ধ রয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি মনু নদী প্রকল্প থেকে সেচ ব্যবস্থা চালু হলে তাদের পানি সঙ্কট থাকত না। তাছাড়া আরও অধিক পরিমাণ অনাবাদি জায়গাও চাষাবাদের আওতায় আসত।

একই অবস্থা জেলার হাকালুকি, কাউয়াদিঘি, হাইল হাওর ও কমলগঞ্জের আদমপুর, মাধবপুর, ইসলামপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়।

কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের শতাধিক কৃষকের প্রায় ৩০০ একর বোরো ধানের জমির তলা ফেটে রোপণকৃত চারা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছেন। এসব কৃষকেরা নিদির্ষ্ট চুক্তিতে জমিতে বোরোধান চাষ করেছিলেন।

আদমপুর ইউনিয়নের কৃষক আবিদ বক্ত, ওয়াসিম মিয়া, গিয়াস মিয়া বলেন, অনেক আশা করে ক্ষেত করছিলাম, এখন পানির অভাবে সব নষ্ট। ধার কর্জা করিয়া ক্ষেত করেছি। হালকা বৃষ্টি হয়েছে, তবুও পানির অপর্যাপ্ততায় ধান গাছগুলো দূর্বল হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, জেলায় গত কয়ে বছর থেকে ধানের ফলন ভালো হওয়ার পাশাপাশি কৃষকরা দামও ভাল পাচ্ছেন। যে কারণে বোরো আবাদের জমি প্রতিবছর বাড়ছে। চলতি বছর বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮শ’ হেক্টর জমি। ধানের দাম ভাল পাওয়ায় এ বছর বোরো ধানের আবাদ বেড়ে ৫৭ হাজার ৭শ’ ৫০ হেক্টর দাঁড়িয়েছে। এবছর হাওর অঞ্চলের উপরি ভাগে ২৯ হাজার ৯শ’ ৫০ হেক্টর বোরো ধান আবাদ হয়েছে। গত দু‘দিন বৃষ্টি হয়েছে আবাদকৃত বোরো ধানের সহায়ক হবে। এ বছর পোকা মাকড়ের আক্রমন নেই। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা স্থানীয় কৃষকদের ধানের পরিচর্যায় পরামর্শ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান জানান, কুদালী ছড়ার ৫ কিলোমিটার খনন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আরও ৬ কিলোমিটার খনন কাজ শুরু হবে। কুদালী ছড়াকে মনু প্রকল্পের মতো সেচ প্রকল্পের আওতায় নেয়ার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষে কয়েকবার জরিপ কাজও শেষ হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ ও পৌর মেয়র মো. ফজলুর রহমানের সাথে বৈঠক হয়ে। প্রকল্পটি বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে কৃষি জমি আবাদের পরিমান বৃদ্ধি পাবে। এতে ওই এলাকার ফলনের উৎপাদন বৃদ্ধি পাবে।

স্থানীয় কৃষকদের দাবি কুদালী ছড়াকে মনু প্রকল্পের মতো একটি সেচ প্রকল্পের আওতায় নিয়ে আসা ও জেলার বিভিন্ন এলাকায় ভরাট খাল খনন করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ