রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নিত্যপণ্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। গত বৃহস্পতিবার সকালে বেলকুচি তামাই এলাকায় কেন্দ্রয়ীয় বিএনপি’র প্রচার সম্পাদক আ. আলিমের বাড়ির সামনে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয় বলে জানা যায়। প্রতীকী অনশনে বক্তারা বলেন, ‘চাল-ডাল ও তেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জনগণের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সরকার নিশ্চুপ রয়েছে। যেহেতু তাদের জনগণের সমর্থন ও ভোটের প্রয়োজন হয় না, তাই তাদের কষ্টও তারা অনুভব করে না।
এ সময় প্রতীকী অনশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এনতাজ আলী প্রামানিক, ওয়ার্ড বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোতালেব হোসেন এবং যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।