Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ বছর ধরে মোটরসাইকেল চুরি করছিল চক্রটি, গ্রেপ্তার ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৬:০৯ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নগরীতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার ( ১ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন; মো. আজিজুর রহমান (২৩), মো. সোহেল রানা (৩১) ও মোহাম্মদ রাসেল (৩০)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, চোর চক্রটি মাত্র কয়েক মিনিটেই মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করে। তারা প্রায় ৫ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি করে আসছিল। তিনি বলেন, গত ১৫ মার্চ বিকেল সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে কোতোয়ালি থানার ইস্পাহানি মোড়ের ট্রাফিক বক্সের সামনে থেকে ১টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চক্রটি। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক ওমর ফারুক কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

লিশের এ কর্মকর্তা বলেন, মামলা দায়েরের পর ঘটনাস্থলের আশেপাশে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শান্তিরহাটে অভিযান চালিয়ে মো. আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আজিজুর রহমান জানায়, মোটরসাইকেলটি সে চুরি করে মো. সোহেল রানার কাছে বিক্রি করে দিয়েছে। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে সরফভাটা এলাকা থেকে মো. সোহেল রানাকে আটক করা হয়।

তিনি বলেন, সোহেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চট্টগ্রাম পতেঙ্গা থানার মোহাম্মদ রাসেলের কাছে সে মোটরসাইকেলটি বিক্রিয় করে দিয়েছে। তাদের দেয়া তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে পতেঙ্গার রাজার পুকুর পাড়ের এস, এ মার্কেটের মোহাম্মদ রাসেলের শো-রুম থেকে চুরি যাওয়া দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান, তারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে এর আগেও কয়েকবার চুরি করেছে। গ্রেপ্তার আসামিরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। তারা মোটরসাইকেল চুরি ও চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ