Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে শিশু ধর্ষণ যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদরাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার যুবকের নাম শাহীন (১৯)। তার বাড়ি সীতাকুণ্ডের ইয়াসিন নগর এলাকায়। মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে গত বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ওই শিশুকে ধর্ষণ করে সে সীতাকুণ্ড থেকে পালিয়ে জোরারগঞ্জে দুঃসম্পর্কের এক মামার বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে জানান র‌্যাব কর্মকর্তারা। গত ২৩ মার্চ মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় মেয়েটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে শাহীন। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। ওই সময় কৌশলে পালিয়ে যায় শাহীন।

এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয় এবং ধর্ষণের আলামত পাওয়ায় ২৭ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা করা হয়। ওই মামলাতেই শাহীনকে গ্রেফতার দেখানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ