Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদ-মাদরাসার মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়

বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

পেকুয়ার মগনামা ইউনিয়নের টেকপাড়ায় নতুন মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ-মাদরাসার মাধ্যমে এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়। নিজের জন্মস্থানে মায়ের নামে একটি মসজিদ স্থাপন করতে পেরে তিনি আনন্দিত।

গতকাল বৃহস্পতিরবার দুপুরে অ্যাডভোকেট মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় এমএম সিরাজুল ইসলাম বলেন, মা-বাবার দোয়ায় তিনি আজ বায়তুশ শরফের মত একটি ধর্মীয় ও মানব সেবা প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। সাবেক চেয়ারম্যান ওয়াসিম চৌধুরী বলেন, উন্নয়ন কাজ করতে চেয়ারে না বা ক্ষমতায় থাকার দরকার পড়েনা। সাংবাদিক শামসুল হক শারেক বলেন, মসজিদ শুধু মাত্র আল্লাহর এবাদতের জন্য। এই মসজিদ এলাকা আলোকিত করবে। এলাকাবাসীকে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করতে হবে। আরো বক্তব্য রাখেন মাওলানা ক্বারী নুরুস সোলতান ও অ্যাডভোকেট মমতাজুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ