বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কুমিল্লার উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে ভার্চুয়ালি সারা দেশের এলজিইডির জেলা কার্যালয়ের সাথে যুক্ত হন এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। তিনি বলেন, সারাদেশে এলজিইডি তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে থাকে। এসকল উন্নয়নে সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এলজিইডি কাজ করে যাচ্ছে।
এলজিইডির কাজের ক্ষেত্রে প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে কাজের অগ্রগতি ও মানের বিষয়ে জবাবদিহী করতে হবে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। এলজিইডি সরকারের উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এলজিইডির কোনো কর্মকর্তা, ঠিকাদারের কাজে ত্রুটি দেখলে সাংবাদিকরা সেটাকে ধরিয়ে দেবেন। পাশাপাশি এলজিইডির ভালো কাজগুলো মিডিয়ায় প্রকাশ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদারদের মাঝে আরো বেশি স্পৃহা সৃষ্টি হবে।
ভার্চুয়াল সভায় কুমিল্লা জেলায় এলজিইডি পল্লী ও নগর অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তব্য উপস্থাপন করেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, ঠিকাদার প্রতিনিধি আবুল হোসেন ছোটন। সভায় কাজের ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন দ্রব্য সামগ্রী ও নির্ধারিত সময়ে প্রকল্প কাজ শেষ করার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন ঠিকাদাররা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমাই উপজেলা শিক্ষা অফিসার।
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আশরাফ জামিল, সহকারী প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ড, সহকারী প্রকৌশলী বিপ্লব বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।