Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পুঠিয়ার বেলপকুরে যুবকের আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৮ এএম

পুঠিয়ার বেলপুকুরে বাবার উপর অভিমান করে বাপ্পি (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বাপ্পি উপজেলার বেলপুকুর থানার চকজামিরা গ্রামের বাবুলের ছেলে। গত বুধবার রাতের যে কোন সময় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে, বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিহত বাপ্পি বেলপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। গত বুধবার তার বাবা ঐ দোকানে কাজ না করে জামিরা বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা করা জন্য বলে।

এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় সকালে পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করেন। এসময় এলাকাবাসী বেলপুকুর বাজার সংলগ্ন মন্টুর আম বাগানে বাপ্পির ঝুলন্ত লাশ দেখে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। বেলপুকুর থানা পুলিশ বাপ্পির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ