Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘কাঁচা বাদাম’ গানের তালে নাচলেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৮:৩৯ পিএম

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল এই গান। শুধু গান নয়, ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকরও। এখন তাকে নিয়ে তৈরি হচ্ছে মিউজিক ভিডিও। এমনকি ইতিমধ্যেই বম্বেতে গিয়ে গানের রেকর্ডিং পর্যন্ত করে ফেলেছেন তিনি। তার এই গানের তালে তাল মিলিয়েছে বহু তারকা। তবে এবার সবাইকে চমকে দিয়ে কাঁচা বাদাম গানে নেচে উঠলেন স্বয়ং মাধুরী দীক্ষিত।

‘ডান্স দিওয়ানে’ রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে থেকে বহুদিন ধরেই দর্শকদের মন জয় করছেন বলিউডের এই অভিনেত্রী। এই শোয়ে যখনই কোনও বলিউডের অন্য তারকারা আসেন, মাধুরী তাদের সঙ্গে নানা মজায় মেতে ওঠেন। সম্প্রতি মাধুরীর এই শোয়ে হাজির হয়েছিলেন অভিনেতা রীতেশ দেশমুখ। রীতেশকে সঙ্গে পেয়ে মাধুরী মেতে উঠলেন ‘কাঁচা বাদামে’র তালে।

কালো পোশাকে মাধুরীর সঙ্গে ‘কাঁচা বাদামে’র তালে তুমুল নাচলেন রীতেশ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই বলিউড অভিনেত্রী। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ক্যাপশনে মাধুরী লিখেছেন, ‘দারুণ আনন্দ করলাম। তাই না? রিতেশ দেশমুখ ধন্যবাদ আমার সঙ্গে এই গানে যোগ দেওয়ার জন্য।’

এদিকে কয়েকদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত প্রথম ওয়েব সিরিজ ফাইন্ডিং অনামিকা। এই সিরিজে মাধুরীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছে তার অনুরাগীরা। ছোটপর্দা, ওটিটির পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাও সই করেছেন মাধুরী। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মাধুরী নানা কীর্তি আপলোড করে ভক্তদের জমিয়ে রেখেছেন। কয়েক দিন আগে মাধুরী বাংলার এক রিয়্যালিটি শোয়ে এসে সুচিত্রা সেনের বেশ কয়েকটি গানে পারফর্ম করেছিলেন।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১ এপ্রিল, ২০২২, ১:৫৬ এএম says : 0
    এত বড় একটি মেডিকেল পরীক্ষা এই খবর না দিয়ে বাদাম বেপারীর খবর।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১ এপ্রিল, ২০২২, ১:৫৮ এএম says : 0
    এত বড় একটি মেডিকেল পরীক্ষা এই খবর না দিয়ে বাদাম বেপারীর খবর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ