Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে তালামীযের উদ্যোগে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৭:৩৭ পিএম | আপডেট : ১০:০২ পিএম, ৩১ মার্চ, ২০২২

সিলেটের বিশ্বনাথ পৌর তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল এসএসসি ও আলিম এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধা প্রদান করা হয়। পৌর তালামীযের সভাপতি মো: রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মনজুরুল করিম মহসিন। অনুষ্টানের উদ্বোধক ছিলেন সমাজ সেবক ও ব্যবসায়ি মো: ইমাদ উদ্দিন দয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আল-ইসলাহ’র অর্থ-সম্পাদক মো: ফয়জুল ইসলাম তালুকদার, পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক মো: কুতুব আল ফরহাদ, উপজেলা আল-ইসলার সভাপতি মাওলানা আখতার আলী, মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি সামছুল ইসলাম সুফি, পৌর আল-ইসলাহ সাধারণ সম্পাদক মো: শাহ জাহান, লতিফিয়া ইমাম সোসাইটির সভাপতি মাওলানা গোলাম মস্তফা, প্রবাসি কামরুল ইসলাম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন লতিফি, আব্দুল মোক্তাদির ফয়ছল, সভাপতি হুসাইন আহমদ রাজন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাঈদ ও দশঘর ইউপি তালামিযের সভাপতি সালমান হোসাইন শাহান শাহ।
অনুষ্টানে শতাধিক শিক্ষার্থীদেরকে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ