Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামজান মাসকে স্বাগত জানিয়ে ওসমানীনগরে তালামীযের মিছিল

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৭:০৮ পিএম

পবিত্র রামজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল ও পথ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা আজ বৃহস্পতিবার বিকালে (৩১ মার্চ) উপজেলার গোয়ালাবাজারে স্বাগত মিছিল বের করা হয়৷ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়৷

উপজেলা তালামীযের সভাপতি ফয়ছল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি জুনায়েদ আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক মাহবুব খাঁন, দৈনিক ইনকিলাবের ওসমানীনগর প্রতিনিধি কাজী মাওলানা আবুল কালাম আজাদ, আনজুমানে আল-ইসলাহ উমরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আজাদ আলীস প্রমূখ।

পথ সভায় বক্তারা বলেন, আত্মশুদ্ধির মাস মাহে রামাদ্বান। পবিত্র এ মাসে মুসলমানরা ইবাদত-বন্দেগিতে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন৷ কিন্তু পরিতাপের বিষয় রামাদ্বান আসার আগে অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। সরকারকে এ বিষয়ে দ্রুত প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা৷ সেই সাথে রামাদ্বান মাসে স্কুল কলেজ বন্ধ রেখে শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফের সহীহ তেলাওয়াত শিক্ষাসহ নির্বিগ্নে রামাদানের ইবাদত বন্দেগি করতে পারে সে জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ