Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে বিয়ের প্রলোভনে মহিলাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৫:১৮ পিএম

ময়মনসিংহের ফুলপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ইট ভাটায় রান্নার কাজ করা এক মহিলাকে ধর্ষণ করেছে ইট ভাটার ইঞ্জিন মিস্ত্রি। ধর্ষণের ফলে ঐ মহিলা এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। থানায় মামলা হলে পুলিশ বুধবার রাতে ধর্ষক নিজাম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বাশুয়া কবিরপুর গ্রামের জনৈকা মহিলা (৩৪) ৩ বছর যাবৎ সোনাখালী সাকিনস্থ স্বপনের ইট ভাটায় শ্রমিকদের রান্নার কাজ করে। একই ইট ভাটায় ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করেন হালুয়াঘাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের শাহাম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫)। দুজন এক ইট ভাটায় কাজ করার সুবাদে রান্নার কাজ করা ঐ মহিলার সাথে ইঞ্জিন মিস্ত্রি নিজাম উদ্দিনের পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্র ধরে নিজাম উদ্দিন মহিলাকে বিবাহের প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে রাজি না হইলে মহিলাকে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়া তার মনে বিশ্বাস জন্মাইয়া ২০২১ সালের ২ আগষ্ট' মঙ্গলবার রাত্রী অনুমান সাড়ে ১১ টার দিকে ইট ভাটায় নিজামের থাকার ঘরে স্বামী-স্ত্রী হিসেবে শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে মহিলা অন্তঃসত্তা হইলে নিজামকে বিবাহের জন্য বলিলে সে তালবাহানা করিয়া কাল ক্ষেপন করতে । বর্তমানে ঐ মহিলা ৮ মাসের অন্তসত্তা । অবশেষে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা ঐ মহিলা বাদী হয়ে ফুলপুর থানায় ধর্ষক নিজাম উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। ফুলপুর থানার মামলা নং ২৮, তারিখ ৩১/০৩/২০২২। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত ২.৩০ টায় আসামী নিজাম উদ্দীন (৪৫) কে রহিমগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি নিজাম উদ্দিনকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ