Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবির প্রতি আসনে লড়বে ৩৩ জন ভর্তিচ্ছু

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনে প্রতিযোগী শিক্ষার্থীর সংখ্যা ৩৩ জন। এবছর দুটি ইউনিটের (এ ও বি) ১৬৫৫টি (কোটাসহ) আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫৪০৩৫টি।

ভর্তি কমিটির সদস্য সচিব ড. এ এইচ এম বেলায়েত হোসেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৮৪৮৮ জন এবং ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৫৫৪৭ জন শিক্ষার্থী।

আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ