বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গার চড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওয়ালটন গ্রুপের সহকারী প্রকৌশলী ও টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কালিহাতি গ্রামের সৈয়দ আবু বক্কর সিদ্দিকীর ছেলে সাখাওয়াত হোসেন (৩৫) ও তার স্ত্রী হালিমা আক্তার (২৫)।
আহতরা হলেন- একই পরিবারের সৈয়দ আবু বক্কর সিদ্দিকী (৬৫), তার স্ত্রী সালেহা খাতুন (৫৫), মেয়ে তুলি খাতুন (২৫) ও নাতী দ্বীপ (৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে সাখাওয়াত হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেট কারে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন। পথে সলঙ্গার চড়িয়া এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারে থাকা সবাই গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুর সোয়া ১টার দিকে সাখাওয়াত ও তার স্ত্রী হালিমা আক্তার মারা যান। পরিবারের বাকি সদস্যরা এখনও চিকিৎসাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।