Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয় শীর্ষক আলোচনা তাজউদ্দীন,

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৪:৫০ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া প্রেসক্লাব'র উদ্যোগে বৃহস্পতিবার সকালে ১১.৩০ টার দিকে বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোরাঁর ভিআইপি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধকল্পে দ্রুত চার/ছয় লাইন বাস্তবায়নের দাবি জানান। এছাড়া মহাসড়কে লবনবাহী ট্রাক চলাচল বন্ধ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, গাড়ির অতিরিক্ত গতিরোধ, ট্রাফিক আইন সচেতনতা, নিষিদ্ধ তিন চাকার গাড়ি চলাচল বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান।
লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনির সভাপতিত্বে সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরমান বাবু রোমেল, আরকান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুওয়ানুল হক সুজন, শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, তুষার আহমেদ চৌধুরী কাইছার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ