Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইস কুকারে ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চান্দিনা উপজেলায় রাইস কুকারের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলাধীন তীরচর এলাকায় থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ গ্রামের নাজমুল আলম (৪৪) ও ছোলেমানপুর গ্রামের সামছুদ্দিনের মেয়ে নাজমুন নাহার (১৯)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নাজমুল আলম ও নাজমুন নাহারকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি রাইস কুকারে তল্লাশি চালিয়ে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ