বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
![img_img-1735145954](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678506381_AD-1.jpg)
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া নামক স্থানে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বেলা এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. মইজুদ্দিনের পুত্র কৃষিজীবী হায়দার হোসেন (৪০) এবং দুলাল মেম্বরের পুত্র প্রবাসী মাসুদ মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মল্লিকপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আকরামুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই স্থানে দুই মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা জনৈক আলমগীর হোসেন জানান, এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাংচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।