Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে বাবা ও মেয়েকে হত্যা, আটক ৪

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ২:৪১ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা-মেয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণে ঝিনাই নদী থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের ছেলে আব্দুল আজিজ মণ্ডল (৪০) এবং তার শিশুকন্যা জান্নাত আক্তার (৪)।

হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলো পীর মাহামুদ (৭০), মর্জিনা বেগম (২৮), কাজুলি বেগম (২১) ও সুমা বেগম (২৩)।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মৃত জালেক মণ্ডলের চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে গত ২৩ মার্চ আজহার ও তার ভাই খোরশেদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চারজনকে আটক করে জেলহাজতে পাঠায়। মামলার আসামিরা জামিনে এলে পুনরায় ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের জড়ায়। বুধবার রাতে সংঘর্ষ শুরু হলে আজহার দেশীয় অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে ছোটভাই আজিজকে নদীর দিকে ধাওয়া করে। এরপর থেকে আজিজ ও তার শিশুকন্যা জান্নাতকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে নদীতে তাদের লাশ পাওয়া যায়।

নিহতের স্ত্রী রতনা বেগম জানান, তার স্বামী আব্দুল আজিজ প্রায় ২০ বছর সৌদি আরব প্রবাসী ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে এসেছিলেন এবং আগামী শনিবার প্রবাসে চলে যাওয়ার কথা ছিল। প্রভাবশালীদের ছত্রছায়ায় বড়ভাই আজহার লোকজন দিয়ে তার স্বামী ও শিশুকন্যাকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, ভাইয়ে ভাইয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের মামলায় নিহত আব্দুল আজিজ ৫ নম্বর আসামী ছিলেন। আসামীরা জামিনে আসায় আগামী শনিবার তাদের মধ্যে আপোষ-মিমাংসার কথা ছিল। এরআগেই বৃহস্পতিবার সকালে আজিজ ও তার শিশুকন্যার লাশ ভাসার খবর আসে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ