Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে রূপসা ঘাট মাঝিদের দাবি মেনে নিল প্রশাসন, ভাড়া বাড়ছে আগামী মাসে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১:০১ পিএম

আগামী ১ বৈশাখ থে‌কে ভাড়া বৃ‌দ্ধির আশ্বাস প্রদা‌নের প্রেক্ষিতে খুলনার রূপসা ঘাট মা‌ঝি‌দের অর্ধ বেলা কর্মবির‌তি কর্মসূ‌চি প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। আজ বুধবার বেলা সা‌ড়ে ১১টায় উপ‌জেলা নির্বাহী অফিসা‌রের কার্যাল‌য়ে মাঝি সং‌ঘের নেতৃবৃ‌ন্দের সা‌থে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। উপ‌জেলা নির্বাহী অফিসা‌র রুবাইয়া তাছ‌নি‌মের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লী‌গের সদস্য জাহাঙ্গীর হো‌সেন মুকুল, আব্দুল ম‌জিদ ফ‌কির, ইউপি চেয়ারম্যান কামাল হো‌সেন বুলবুল, মাঝি সং‌ঘের সভাপ‌তি মোঃ রেজা ব্যাপারী, সাধারণ সম্পাদক শাহাদাৎ ব্যাপারী প্রমুখ।
এর আগে পারাপারের ভাড়া জন প্রতি ৩ টাকা থেকে ৫ টাকায় উন্নীত করার দাবিতে আন্দোলনে নামে রূপসা ঘাটের মাঝিরা। এ ঘাট দিয়ে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার মানুষ পারাপার হন। ট্রলারে যাত্রী পারাপারের ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২ এপ্রিল অর্ধ দিবস কর্ম বিরতির ডাক দিয়েছিল ঘাট মাঝিরা। তাদের দাবি না মানলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মাঝি সংঘের নেতৃবৃন্দ জানান। তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রম অধিদপ্তরের পরিচালক, রূপসা উপজেলা চেয়ারম্যান, রূপসা উপজেলা নির্বাহী অফিসার, নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর লিখিত আবেদন করেন। আজ তাদের ভাড়া বৃদ্ধির দাবি মেনে নেয় প্রশাসন।
এদিকে, রূপসা ঘাটে প্রায়শ: যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যায়। ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন, ঝুঁকিপূর্ণ পারাপারের অভিযোগ দীর্ঘদিন থাকলেও প্রশাসন কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ