Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কক্সবাজার সৈকতে উদযাপিত হচ্ছে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসব

রাতে সভাস্থলে জোয়ারের পানি কাল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৮:০৩ এএম

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে কাল ৩১ মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হচ্ছে 'উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার' শ্লোগানে এক উৎসব। সরকার কক্সবাজারে এই প্রথমবারের মত করতে যাচ্ছে এ আয়োজন। সরকার কক্সবাজারে বাস্তবায়ন করছে হাজার হাজার কোটি টাকার ৯৮ টি প্রকল্প।

এই উৎসব স্থল ঠিক করা হয়েছে সৈকতের লাবনী পয়েন্টে। রাতে এই রিপোর্ট লেখার সময় সভাস্থলে বসানো সোফা, চেয়ার, গালিচা ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডসহ সব খুলে উপরে তুলে রাখা হয়েছে।

এই অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে কক্সবাজার প্রান্তে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ডজনখানেক সিনিয়র সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের অনেকেই এখন কক্সবাজারে অবস্থান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ