Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৩ সালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৯:১০ পিএম

২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন নাছিরী। ব্রাহ্মণবাড়িয়ায় কোরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিখ্যাত কারী আব্দুল বাসেত এর ছেলে কারী ইয়াসির আব্দুল বাসেত। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শায়েখ নাসির উদ্দিন নেসারী বলেন, যেহেতু বাংলাদেশের কোরআনের হাফেজরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার বিজয়ী হচ্ছে। তাই সেই দিকে লক্ষ্য করে বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা সময়ের দাবি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিলো। কিন্তু করোনা মহামারির কারণে তা আর আলোর মুখ দেখেনি। দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক। আশা করছি আগামীতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ