Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ দিনেই ৫৬৫ কোটি রুপি আয় করল ‘আরআরআর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৫:২৩ পিএম

বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরের সিনেমা ‘আরআরআর’। মুক্তির মাত্র পাঁচ দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছে ৫৬৫ কোটি রুপি। মঙ্গলবার পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় পাঁচ নম্বরে ছিল ‘আরআরআর’।

ভারতীয় টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বাহুবলি’ সিনেমার দুই সংস্করণের পর তৃতীয় সিনেমা হিসেবে ‘আরআরআর’ হিন্দি সংস্করণে ১০০ কোটি রুপির রেকর্ড গড়েছে। বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ ছাড়িয়েছে ৫৬৫ কোটি রুপি।

এদিকে পিঙ্কভিলার খবর, রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনের পারিশ্রমিক বাদে সিনেমাটির জন্য বাজেট ছিল ৩৩৬ কোটি রুপি। আর সব মিলিয়ে বাজেট ছিল ৪০০ কোটি রুপির বেশি।

‘আরআরআর’ রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। সিনেমাটির গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

সিনেমাটিতে দক্ষিনী সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। এছাড়া এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

 



 

Show all comments
  • Kashem ৩০ মার্চ, ২০২২, ৭:৪৪ পিএম says : 0
    acha sangatik bahi indiar movie 565 coti ay koreche ei sanbadata diya amora ki korbo jodi kono songban na pan tahole nijer bari ghore stri ke ba ma babake sahajjoo koren dunia akherat dutotei kaje dibe . joto shob faltu .............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ