Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকেই ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৫:০৮ পিএম

গত বছর শেষ হয়েছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’। পর্ব ছিল ১৮২। পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। এর নাম ও চরিত্রগুলো ঠিক রেখে আবারও প্রচারে আসছে সিরিয়ালটি। এবার নাম দেয়া হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’।

আজ থেকে এটিএন বাংলার পর্দায় প্রতি বুধ, ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি দেখা যাবে। টিভিতে প্রচারের পর প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলেও প্রচারিত হবে নাটকটি।

‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ পুরোপুরি পারিবারিক গল্পে নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা মোস্তফা কামাল রাজ। তবে নাটকটি প্রথম সিজনের সিক্যুয়াল নয় বলে জানিয়েছেন নির্মাতা। আরো জানিয়েছেন, নতুন এই সিজনে নতুন কিছু চরিত্র যোগ বলে।

রাজ বলেন, ‘সিক্যুয়ালে মানে যেখানে গল্প শেষ সেখান থেকে পরের সিজন শুরু হওয়া। এটা হবে ফ্যামিলি ক্রাইসিসের ফ্রাঞ্চাইজি, নাম এবং চরিত্র ছাড়া আর কিছুতে মিল নেই। এর মধ্যে নতুন আরও কিছু চরিত্র নতুন নামে যুক্ত হয়েছে। গল্প ও চরিত্রায়ণে আগেরটার সঙ্গে কোনো কিছুতে মিল নেই। একেবারে আলাদা পারিবারিক গল্প নিয়েই তৈরি হয়েছে।’

‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, শর্মিলী আহমেদ, রুনা খান, শবনম ফারিয়া, শহীদুজ্জামান সেলিম, শামীম হাসান সরকার, সারিকা সাবা, তামিম মৃধা, রাইসা, মুকিত জাকারিয়া, সোহেল খান, শামীমা নাজনিন, জামিল হোসেন, অনিকসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ