Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন মৌসুমী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

চলচ্চিত্র ক্যারিয়ারে ৩০ বছর পূর্ণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী। গত ২৫ মার্চ অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন। তার স্বামী চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে মৌসুমীর একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, ৩০ বছর আগে কেয়ামত থেকে কেয়ামত-এর মাধ্যমে পদার্পণ হয়েছিল তার। এই ছবির মাধ্যমে মৌসুমী-সালমানকে পেয়েছিলাম, সালমান পৃথিবীতে নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আজকের দিনটা মৌসুমী এবং সালমানের। ৩০ বছরে পদার্পণ হলো, অভিনন্দন মৌসুমীকে। অভিনন্দন সিরাজ ভাই, সুকুমার দা (প্রযোজক) এবং পরিচালক সোহানুর রহমান সোহানকে। উল্লেখ্য, ১৯৯৩ সালে চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মৌসুমীর। সিনেমাটি ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল। সিনেমাটি মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তিন দশকের ক্যারিয়ারে নারগিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ, চাষী নজরুল ইসলামের দেবদাস ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তারকাঁটা সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মৌসুমী নির্মাতা হিসেবেও সাফল্য পেয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এরপর নির্মাণ করেছেন ‘মেহের নিগার’। নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’ এবং ‘ভালোবাসবোই তো’ নামের আরো দুটি সিনেমা। মৌসুমী ১৯৭২ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তার বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। তিনি ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ