প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোটপর্দা থেকে এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা সোমরাজ মাইতি। সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর জয় কালী কলকাত্তাওয়ালী-র ফিল্মতে দেখা যাবে তাঁকে ফিল্মের মুখ্য ভূমিকায় থাকছেন সোমরাজ। টেলিভিশনে জনপ্রিয় মুখ সোমরাজ অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকে। তাঁকে শেষ দেখা গিয়েছে জিওনকাঠি ধারাবাহিকে। আপাতত টেলিভিশন থেকে কিছুটা বিরতি নিয়ে বড় পর্দায় কাজ করতে চলেছেন সোমরাজ। সঙ্গে হাতে রয়েছে দুটি ওয়েব সিরিজও। পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে এর আগে দুটি ওয়েব সিরিজে কাজ করেছেন সোমরাজ মাইতি। চলো লেটস লিভ এবং ফিরে দেখায় ছিলেন তিনি। সোমারাজের কথায়, “অভিনেতা হিসেবে বড় পর্দায় কাজ করার ইচ্ছে তো ছিলই। সেই সুযোগও এসে গেল। খুব মন দিয়ে কাজ করতে চাইছি। কেমন সাড়া পাই, তার দিকে নজর থাকবে।” তাহলে কী টেলিভিশনকে একেবারে বিদায় জানালেন সোমরাজ? “একবারেই নয়। বিশেষ করে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে কোনও একটি মাধ্যমেই কাজ করব, সেটা সঠিক ভাবে বলা যায় না। তবে এটা ঠিক যে এবছর আর টিভিতে আমায় দেখা যাবে না। কারণ হাতে অন্যান্য কাজ রয়েছে। কোনও কিছুই না বলা ঠিক নয়, এই মতে আমি বিশ্বাসী। টিভি আমার পরিচিতি ও জনপ্রিয়তা দিয়েছে, তাই টিভিতে আর কাজ করব না, এটা বলতেই পারব না।” এর আগে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে কাজ করেছেন সোমরাজ। তাই একপ্রকার চেনা পরিধির মধ্যেই তিনি কাজ করছেন। এই ফিল্মর জন্য পরিচালকদের নির্দেশ মতো ওজনও কমাতে হচ্ছে তাঁকে। ফিল্মতে সোমরাজের পাশাপাশি রয়েছেন সোহম, পায়েল সরকার, সুস্মিতা। এক মন্দির থেকে চুরি যায় পুরনো কালীমূর্তি। যার খোঁজে নামে ৩ বন্ধু। তাদের সঙ্গে যোগ দেয় আরও একজন। শেষ পর্যন্ত কি এরা মূর্তি উদ্ধার করতে পারবে? এই নিয়েই কমেডি থ্রিলার ফিল্ম জয় কালী কলকাত্তাওয়ালি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।