Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুয়া লিপার বিরুদ্ধে নকলের অভিযোগ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:২৯ এএম

একটি মার্কিন রেগে ব্যান্ড পপ তারকা ডুয়া লিপার বিরুদ্ধে তাদের গান নকলের অভিযোগ প্রকাশ করেছে। আর্টিকাল সাউন্ড সিস্টেম নামের ব্যান্ডটি দাবি করেছে লিপা তাদের ২০১৭তে প্রকাশিত গান ‘লিভ ইউর লাইফ’ নকল করে তার ২০২০ সালের হিট গান ‘লেভিটেটিং’ গানটি গেয়েছেন। তারা ব্রিটিশ পপ তারকার বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছে। তাদের অভিযোগের বিষদ জানা না গেলেও ক্ষতিপূরণ ও ‘লেভিটেটিং’ গানের লাভের অংশ দাবি করেছে। ‘লেভিটেটিং’ গানটি ৬৮ সপ্তাহ বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে ছিল এবং ২০২১ সালের ১ নম্বর ১০০ গানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০২১-এর গ্র্যামিতে তিনি গানটি জমা না দেয়ার অনেকেই বিস্মিত হয়েছিল। অনেকের ধারণা গানটিতে কিছু রিমিক্স উপাদান ছিল বলে তিনি জমা দেয়া থেকে বিরত ছিলেন; তিনি সেই সময় এ বিষয়ে কোনও ঘোষণাও দেননি। তবে সেই সন্ধ্যায় তিনি জাস্টিন বিবার, লেডি গাগা এবং টেলর সুইফ্টকে হারিয়ে সেরা পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি জয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ