পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া টিকা প্রয়োগে বিশ্বে দেশের অবস্থান এখন অষ্টম জানিয়ে তিনি বলেন, দেশে এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি টিকা এসেছে, যার মধ্যে প্রয়োগ হয়েছে ২৩ কোটির বেশি। গতকাল মঙ্গলবার ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি কনফারেন্সে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের টিকা কার্যক্রম সফল হয়েছে। বিশ্বের ২০০টি দেশের মধ্যে আমরা অষ্টম অবস্থানে রয়েছি। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ মানুষ চিকিৎসাসেবা নিয়েছে। ১০ হাজার মানুষের অপারেশন হয়েছে। জরুরি সেবা নিয়েছেন ১৩ হাজার ৫০০ জন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি করোনার টিকা পেয়েছে। আমাদের ফ্রন্ট লাইনারদের প্রায় ৯৭ থেকে ৯৮ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। এখন করোনায় মৃত্যু প্রায় শূন্যের কোটায়। সংক্রমণের হারও এক শতাংশের নিচে নেমে এসেছে। তবে করোনা নিয়ন্ত্রণে আরও সচেতনতা জরুরি।
তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। তবে এই নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য আরও সচেতনতা জরুরি। সবাইকে নিয়মিত মাস্ক পরতে হবে।
করোনা মহামারিতে দেশের সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের দাবি করে এখন চিকিৎসক ও নার্সদের সেবার মান বাড়াতে চান জাহিদ মালেক। তিনি জানান, গত দুই বছরে দেশের ১৩০টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। ১০ হাজার চিকিৎসক এবং ১৫ নার্স নিয়োগ দেয়া হয়েছে।
কেবল একটি ল্যাবে করোনা পরীক্ষা শুরু হলেও সেটি এখন বেড়ে হয়েছে ৮৬৭টি। করোনা রোগীর সেবায় ২০ হাজার শয্যা তৈরি করা হয়েছে। প্রায় ১ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল করা হয়েছে, যেখানে ৪০০টি আইসিইউ শয্যা রয়েছে। এছাড়া এই সম্মেলনের মাধ্যমে চিকিৎসক ও নার্সের সেবার মান উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে নিজেদের (নার্স) জ্ঞান অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, নতুন নতুন প্রযুক্তি বিষয়ে জানতে পারবে।
অনুষ্ঠানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. সামন্ত লাল সেন, সোসাইটি অব প্লাস্টিক সার্জন বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রফেসর ডা. হেদায়েত আলী খান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।