Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

শ্রীনগরে ২টি ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার বিকালে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ উপজেলার কোলাপাড়া ও বালাসুর এলাকা থেকে ড্রেজার দুটি উচ্ছেদ করেন।

সম্প্রতি কোলাপাড়া এলাকা থেকে কোলাপাড়া ইউপি সদস্য মাহবুব ও গত ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট পরিচালিত ড্রেজারটি সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ এর নির্দেশে উচ্ছেদ হয়। কিন্তু এর ২ দিন পরই তারা পেশী শক্তির বলে পুনরায় ড্রেজারটি চালু করে। ড্রেজার বন্ধের দাবিতে গত ২৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন নবেল হাসান নামে ওই এলাকার এক বাসিন্দা। পরে সোমবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারের প্রায় ২০টি পাইপ ধ্বংস করে দেয়া হয়। পরে বালাসুর শিশু পরিবার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলীর মালিকানাধীন ড্রেজারের পাইপ ধ্বংস করার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ। এসময় বেশ কয়েকটি পাইপ ধ্বংস করা হয়। শ্রীনগর উপজেলা সহকারী (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, অবৈধ ড্রেজার ধ্বংসের প্রক্রিয়া চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ