Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে পাগলা কুকুর আতঙ্ক

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

পঞ্চগড়ে কুকুরের কামরে ৫টি ছাগলের মৃত্যুতে পাড়া-মহল্লায় এখন আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গত কয়েকদিন ধরে প্রতিদিন দল বেঁধে ৪-৫ টি কুকুর এলাকায় ঢুকছে, কামড়াচ্ছে ছাগল। পাগলা কুকুরের কামড়ে এরইমধ্যে সদর উপজেলার কেচেরা পাড়া, শুড়িভীটা,সিতাগ্রাম এলাকার ৫ টি ছাগল মারা গেছে। এতে ছাগল নিয়ে বিপাকে পড়েছেন গরীব কৃষকরা। ভুক্তভোগীরা জানান, কিছুদিন ধরে পাড়া-মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা দিয়েছে।ছাগল ঘাশ খাওয়ার জন্য মাঠে বেঁধে দিলেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। ওই এলাকার মকলেছার, শফিকুল, তরিকুল, কালাম,আমিনুর একে একে পাঁচজনের পাঁচটি ছাগল কামড়ে মেরে ফেলে। তারা আরো বলেন, দল বেঁধে আসে কুকুরগুলো। কামড়ানোর সময় কেউ বাঁধা দিতে আসলে চরাও হয় তাদের দিকে।পাগলা কুকুরের ভয়ে মাঠে বের করতে পারছেননা এখন ছাগল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.শহিদুল ইসলাম জানান,কুকুরের কামড়ের বিষয়টি অজানা থাকার কারণে অনেক দেরিতে আমাদের কাছে আসে। আগেতো কুকুর মেরে ফেলা হত। এখন কুকুর মেরে ফেলার বিষয়ে কিছু সমস্যা আছে পরিবেশবাদীদের। যে কারণে মাঝখান থেকে আমার ছাগল চলে যাচ্ছে, আর জনগণের আর্থিক লোকসান হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক জানান,প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে দেখি, কি ব্যবস্থা নেয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ