Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইল স্মিথের স্ত্রীকে নিয়ে ক্রিস রকের ‘রসিকতা’ নতুন নয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৪:৩৫ পিএম

এবার অস্কার অনুষ্ঠানে সবকিছুকে ছাপিয়ে গেছে উইল স্মিথের চড়ের ঘটনা। ৯৪তম অস্কারের অন্যতম সঞ্চালক স্ট্যান্ড-আপ কমেডিয়ান ক্রিস রক অনুষ্ঠানে বেশ কয়েকজন মনোনীতকে নিয়েই ঠাট্টা-মস্করা করেন। এক পর্যায়ে স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের চুল ফেলে দেওয়া নিয়ে কৌতুক শুরু করেন। রক বলেন, জাডা, আমি তোমাকে ভালোবাসি। জিআই জেন টু দেখার জন্য আমার তর সইছে না।


‘জি আই জেন’ সিনেমায় অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই সিনেমায় তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে ডেজার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই। স্ত্রীর অসুখ নিয়ে এমন রসিকতা সহ্য করতে পারেননি উইল স্মিথ। এরপর তাকে মঞ্চে উঠে গিয়ে রকের গালে চড় মারতে দেখা যায়। তবে উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথকে নিয়ে এবারই প্রথম নয়, আগেও কৌতুক করেছেন ক্রিস রক।

২০১৬ সালের অস্কারের আসরেও সঞ্চালক ছিলেন ক্রিস রক। ওই আসরে অনুপস্থিত ছিলেন পিনকেট উইল স্মিথ ও তার স্ত্রী। তারা হ্যাশট্যাগ অস্কারসোহোয়াইট - অনলাইন আন্দোলনের প্রতি সমর্থন দেখিয়ে সেখানে যাননি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জাতিগত বৈচিত্র্যের অভাবের বিষয়টি তুলে ধরতে ওই আন্দোলন শুরু হয়েছিল।

ওই আসরে রক বলেন, ‘‘জাডা নাকি অস্কার বয়কট করেছেন, তাই এ বার এখানে উপস্থিত নেই। আমি যদি রিহানার (আমেরিকার পপ গায়িকা) অন্তর্বাসকে বয়কট করি, তা হলে যেমন শোনাবে, জাডার অস্কার বয়কট করাও তেমনই শোনাচ্ছে। কারণ আমি তো আমন্ত্রিতই নই।’’

এই মন্তব্যের পরে হেসে ওঠেন উপস্থিত সকলে। অতিথিদের মধ্যে ছিলেন বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়াও। তিনি নাকি হাসি থামাতেই পারছিলেন না সেদিন।

এই ঘটনার পরে জাডা বলেছিলেন, ‘‘কী আর করা যাবে। অনেক কিছুই শুনতে হয়। শুনেও এগিয়ে যেতে হয়। পৃথিবীতে অনেক কিছুই ঘটে চলেছে। সব কিছুতে মন দেওয়া যায় না।’’

৬ বছর পরে একই মানুষকে নিয়ে ঠাট্টা করলেন ক্রিস। তার রোগ নিয়ে রসিকতা করলেন। তারই জেরে উইলের হাতে চড়ও খেতে হল তাকে। তবে এবারের অস্কারের অপ্রীতিকর ঘটনার জন্য ইতিমধ্যে চেয়েছেন মার্কিন অভিনেতা উইল স্মিথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ