Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চড়কান্ডে প্রকাশ্যে ক্ষমা চাইলেন উইল স্মিথ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৪:২০ পিএম

৯৪তম অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে না পেরে জনপ্রিয় হলিউড অভিনেতা সপাটে চড় মেরেছিলেন সঞ্চালক কৌতুক অভিনেতা ক্রিস রককে। এমন ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন উইল স্মিথ। শুধু তা-ই নয়, নিজের আচারণকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অমার্জনীয়’ বলেও অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে উইল স্মিথ লিখেছেন, ‘ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, আমি ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।’

তিনি আরও লিখেছেন, ‘স্ত্রীকে নিয়ে রসিকতা মেনে নিতে অসুবিধা হয় না তাঁর। কিন্তু তার স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারেন না তিনি। সে কারণেই মাথা গরম করে ফেলেছিলেন।’

উল্লেখ্য, ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর চুল ঝরে যায় উইল স্মিথের স্ত্রী অভিনেত্রী পিনকেট স্মিথের।

বিবৃতিতে উইল স্মিথ আরও যুক্ত করেছেন, ‘সব ধরনের সহিংসতা বিষাক্ত ও ধ্বংসাত্মক। একাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত অংশগ্রহণকারী এবং সারা বিশ্বে যাঁরা দেখেছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাই। আমি উইলিয়ামের পরিবার এবং রিচার্ডের পরিবারের কাছে ক্ষমা চাই। আমি গভীরভাবে অনুশোচনা করছি, আমার আচরণ আমাদের যে চমৎকার যাত্রা সেখানে দাগ কেটেছে। আমি এটি নিয়ে কাজ করছি।’

অস্কারের মঞ্চে এমন নজিরবিহীন ঘটনার কিছুক্ষণ পরেই 'কিং রিচার্ড' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ। আমেরিকার টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান স্মিথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ