Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে সাজানো হয়েছে মিরপুরে এ আর রহমানের কনসার্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১০:৩১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ বড়সড় উদ্যোগ হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২০ সালের মার্চ মাস হওয়ার কথা ছিল মুজিববর্ষ কনসার্ট। যেখানে ভারতের প্রখ্যাত সুরকার এ আর রহমানের থাকার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এবার করোনার প্রকোপ কমায় ফের সেই কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) হবে এই কনসার্ট। এই অনুষ্ঠানে অংশ নিতে ২৪০ জনের বহর নিয়ে এরই মধ্যে বাংলাদেশে এসেছেন এ আর রহমান। গতকাল সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে অনুশীলনও সেরে নিয়েছেন তিনি। আজ বিকেলে অনুষ্ঠেয় এই কনসার্টে এ আর রহমান পারফর্ম করবেন দীর্ঘ সময়। ম্যারাথন এই পারফর্ম্যান্সে তিনি গাইবেন ৩৫টি গান। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মিরপুরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

বিকেল ৪.১৫ থেকে অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যান্ত। যেখানে স্থানীয়দের মধ্য গাইবানে মাইলস (হামিন আহমেদ) এবং মতমতাজ। পুরো অনুষ্ঠান মাঠে বসে দেখতে পারবেন ১০ হাজার সমর্থক। এবং বাকিরা নিউজ টোয়েন্টিফোর এবং বিটিভির পর্দায় উপভোগ করতে পারবেন।

* দর্শকদের জন্য স্টেডিয়াম গেট খোলা দুপুর ১টা থেকে ৫.৩০টা পর্যন্ত।

* ছেলে-মেয়ে যৌথ কণ্ঠে ৪.২০ থেকে ৪.২৫ মিনিট পর্যন্ত চলবে জাতীয় সংগীত পরিবেশনা।

* ৪.৩০ থেকে ৫.১৫ পর্যন্ত পারফর্ম করবে মাইলস।

* ৫.২৫ থেকে ৬.১৩ পর্যন্ত মঞ্চ মাতাবেন মতমাত।

* ৬.১৫ থেকে ৬.৩০ মাগরিবের নামাজের বিরতি।

* সন্ধ্যা ৭টায় মিরপুর স্টেডিয়ামে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

* শেখ হাসিনার উপস্থিতিতে ৭.১০ থেকে ৭.১৫ পর্যন্ত আবার গাওয়া হবে জাতীয় সংগীত।

* ৭.১৫ টায় মঞ্চে উঠবেন এ আর রহমান। ৭.৩০ পর্যন্ত পারফর্ম করবেন তিনি। এরপর ১৫ মিনিটের এশার নামাজের বিরতি।

* দ্বিতীয় ধাপে এ আর রহমান গান শুরু করবেন ৭.৪৫টায়, যা চলবে রাত ১২টা অবধি।

এ আর রহমানের গানের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এই মুজিববর্ষ কনসার্ট এবং বিসিবির আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেশিন মুজিব ১০০’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ