Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

হরতালে ‘হামলা ও গ্রেফতার’: গণঅধিকার পরিষদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৯:৪৭ পিএম

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে ‘বিনা উস্কানিতে হামলা, পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর।

বিবৃতিতে বলা হয়, ‘ঢাকার শাহবাগ, পল্টন, মিরপুর, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ ও হামলা করে। এতে বামজোটের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর সরকারি দলের নেতা-কর্মীরা হামলা চালায়। এতেও বেশ কয়েকজন আহত হয়।’

‘এছাড়াও হরতালের সমর্থনে ২৮ মার্চের পূর্বে দেশের বিভিন্ন স্থানে প্রচার ও জনসংযোগকালীন সময়েও দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীরা হামলা, গ্রেফতারসহ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জনদুর্ভোগ কমাতে শান্তিপূর্ণ হরতালে হামলা, গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বিনা ভোটের সরকার দেশে একদলীয় শাসন কায়েমে ভিন্নমত ও বিরোধীদের উপর দমন-পীড়ন চালিয়ে তাদের মুখ বন্ধ করতে নানা ধরনের অত্যাচার, নির্যাতন করছে। কর্তৃত্ববাদী সরকার জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারসমূহ হরণ করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।’



 

Show all comments
  • SHAALOM KHAN ২৯ মার্চ, ২০২২, ২:৫৮ পিএম says : 0
    এই মুহূর্তে দরকার ভিপি নুরের সরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ