রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কুলাউড়াসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ১২ ঘণ্টা বন্ধ ছিল। তবে গত রোববার রাত ৮টার পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
গত রোববার সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ওইদিন সকালে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে কন্ট্রোলরুমের ব্রেকারে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে কন্ট্রোলরুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের পরপরই কুলাউড়া, জুড়ি ও বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ইন্সপেক্টর সুলায়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোলরুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। যার কারণে অগ্নিকাণ্ডে ব্রেকারসহ অনেক যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।
কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, কন্ট্রোলরুমে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত মেরামত কাজ শুরু করা হয়েছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।