রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলার সাধনা উচ্চ বিদ্যালয়ে ৭২ বছর পর উৎসব মুখর পরিবেশে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্য পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে চার জন বিজয়ী হয়েছেন।
গত রোববার সকাল দশটায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১ জন অভিভাবক ১টি ব্যালটে সর্বোচ্চ ৪ জন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। মোট ৭৮৬ জন ভোটেরের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৩৭৫ জন।
এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন মীর শওকত লিটন, টেবিল প্রতীকে তিনি পেয়েছেন ২৫৯ ভোট। দ্বিতীয় স্থান অর্জন করেন মজিব ভূইয়া, বই প্রতীকে তিনি পেয়েছেন ২১১ ভোট। তৃতীয় স্থান অধিকার করেন ইব্রাহিম খলিল, স্কুলব্যাগ প্রতীকে তিনি পেয়েছেন ২৩৮ ভোট। আর চতুর্থ স্থান অধিকার করেন মানিক মিয়া, কলম প্রতীকে তিনি পেয়েছেন ২০০ ভোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।