Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বামগণতান্ত্রিক জোটের হরতাল সমর্থনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতাকর্মীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য বিভিন্ন সেøাগান প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ