রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়ির উত্তরাঞ্চলীয় চার ইউনিয়ন বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট ও ভূজপুর নিয়ে প্রবাসীদের শিক্ষা সহায়ক সংগঠন ‘আলোর দিশারী এসোসিয়েশন’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ির ইউএনও মো. মহিনুল হাসান। আলোর দিশারী এসোসিয়েশনের সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ভূজপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম তালুকদার, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ তৌহিদুল আলম, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী।
প্রভাষক মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আব্দুল বারী, আলোর দিশারীর মহাসচিব মো. আলমগীর হোসেন, কো-চেয়ারম্যান মো. রেজাউল করিম, প্রভাষক তৌহিদুল ইসলাম, মাস্টার কামাল উদ্দিন, হাসান শামসুদ্দিন প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।