রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আচরণ বিষয়ক কর্মশালা
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা
রাঙামাটি কাপ্তাইয়ে কিশোর-কিশোরীদের অভিভাবকের অংশগ্রহণে সামাজিক ও আচরণ বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কাপ্তাই উপজেলা শাখা এই কর্মশালাটি অনুষ্টিত হয়। কর্মশালায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, ইউনিসেফ কার্যালয়ের উন্নয়ন যোগাযোগ শাখার প্রধান, ইউনিসেফ পুষ্টি বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউনিসেফ উন্নয়নের জন্য যোগাযোগ শাখার বিশেষজ্ঞ প্রমুখসহ টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালে তাদের মানসিক বিকাশে সবসময় পাশে থাকেন মায়েরা। তাই এসময়টুকু বিশেষ করে মাদের পাশে থাকতে হবে।
নবনির্বাচিতদের শপথ গ্রহণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিত উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ১১টি ইউনিয়নের ময়মনসিংহ জেলায় ১১জন চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. এনামুল হক। অপরদিকে উপজেলার ১১টি ইউনিয়নে ৩৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরগঞ্জ মেয়র মো. আব্দুস ছাত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ।
বিনামূল্যে কিডনি পরীক্ষা
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে সোনার বাংলা ফাউন্ডেশন (এসবিএফ) এর স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ নিরুপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে উপজেলার বেসরকারি স্বেচ্ছসেবী চিকিৎসা কেন্দ্র টিএম হেলথ কেয়ার প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়। সোনারবাংলা ফাউন্ডেশন (এসবিএফ-বি) এর স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ, উচ্চ রক্তচাপ কিডনি রোগ নিরূপণ কর্মসূচি উদ্বোধণ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় টিএম হেলথ কেয়ার প্রাঙ্গনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সোনারবাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ-বি) চিফ অপরেটিং অফিসার (সিও) অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম এনডিসি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন প্রমুখ।
সচেতনতামূলক কর্মশালা
টাঙ্গাইল জেলা সংবাদদাতা
টাঙ্গাইলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ূমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হলো তথ্যসংগ্রহ করা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ বাস্তবায়নে সহায়তা করতে কার্যকর সুপারিশ প্রনয়ন করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।