Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ দিনেই ৪৫৭ কোটি রুপি আয় করল ‘আরআরআর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৫:০৪ পিএম

মাত্র তিন দিনে এস এস রাজামৌলি নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’ ৪৫৭ কোটি রুপি আয় করেছে। গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। বক্স অফিসেও বাজিমাত করেছে। অতীতের সকল বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে বলেও ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সোমবার (২৮ মার্চ) বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা একটি টুইট করেছেন। তাতে জানিয়েছেন বিশ্বব্যাপী আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে ‘ট্রিপল আর’ সিনেমা। টুইটে লিখেছেন—গত ২৫-২৭ মার্চ পর্যন্ত এক নম্বরে রয়েছে ‘আরআরআর’ সিনেমা। এটি আয় করেছে ৬০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৫৭ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য ব্যাটম্যান’। এর আয় ৪৫.৫ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ‘দ্য লস্ট সিটি’। এর আয় ৩৫ মিলিয়ন ডলার।

‘আরআরআর’ সিনেমার হিন্দি ভার্সন প্রথম দিনে আয় করে ২০.০৭ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করে ২৩.৭৫ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ৩০ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটে জানিয়েছেন—‘আরআরআর’ প্রথম সপ্তাহে হিন্দি ভার্সনে ৭০ কোটি রুপির আয় ছাড়িয়ে যাবে।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ