Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে দুর্ধর্ষ ডাকাতি

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩২ এএম

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরস্থ মিরেরখীল এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে আনোয়ার কোম্পানীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, রাত সোয়া তিনটার দিকে ১০-১৫ জনের মুখোশধারী ডাকাতদল পরিবারের সবাইকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আলমারীর চাবি ছিনিয়ে আলমারী থেকে নগদ ২০ লাখ টাকা, ৩৯ ভরি স্বর্ণালংকার, ১৪ টি মূল্যবান হাতঘড়ি সিসি ক্যামরার ডিভাইসসহ তিনটি মোটরসাইকেল নিয়ে যায়। পরিবারের ধারনা সন্ধ্যার পর পরই হয়ত কেউ সুকৌশলে ঘরে ডুকে উৎ পেতে ছিল। পরে গভীর রাতে অন্য সদস্যরা আসলে সে দরজা খুলে দেয়।

গত শনিবার সকালেও নিয়ে যাওয়া তিনটি মোটরসাইকেলের মধ্যে দুটি পার্শ্ববর্তী উপজেলা রাউজান ও ফটিকছড়ি থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। ঘটনার পর পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল দুটি রাস্তার পাশে পড়ে ছিল। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী সার্কেলের এএসপি মো. শাহাদাৎ হোসেন, ওসি মো. রফিকুল ইসলাম, র‌্যাব-৭, ডিবি পিবিআই'র বিশেষ টিম। গত শনিবার রাতে এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী মো. আনোয়ার প্রকাশ আনোয়ার কোম্পানি। সত্যতা নিশ্চিত করে ওসি জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ