বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরে স্কুল পড়–য়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদের জের ধরে ব্যাটারিচালিত অটোরিকশাটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে ভ‚ক্তভোগী ইব্রাহিম প্রতিবেশি মো. শরীফের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র জানায়, প্রায় এক বছর ধরে শরীফদের বাড়ির সামনে ইব্রাহিম রাতে অটোরিকশাটি রাখতো। এরমধ্যেই ইব্রাহিমের স্কুলপড়–য়া মেয়েকে শরীফ প্রায়ই উত্যক্ত করতো। এনিয়ে শরীফের বিরুদ্ধে এলাকায় একাধিকবার সালিসি বৈঠক হয়। তখন থেকেই শরীফ ক্ষিপ্ত হয়ে উঠে। কয়েকদিন ধরে শরীফ অটোরিকশা পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শনিবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলী হাজ্বী বাড়ির সামনে রাখা অটোরিকশাটি পুড়িয়ে দেওয়া হয়।
শরীফের মা আমেনা বেগম বলেন, আমার ছেলে গাড়ি পোড়ানোর কথা বলেনি। আমাদের বাড়ির সামনে গাড়ি রাখলে চরম অসুবিধা হবে, এ কথাই বলেছে। ল²ীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।