রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুর জেলার বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের হরিলাখুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল গফুরের পুত্র বাবুল হোসেন (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। মৃতের চাচাতো ভাই মো. জাকিরুল ইসলাম জানান, গত শনিবার রাতে, বাবুল বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিল। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। তাতে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে ডা. শাহারিয়র পারভেজ হিমেল মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামে গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্টে বিকাশ শর্মা (৩৬) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য কাবিল জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষীণবাড়ী পদমদী গ্রামের মৃত পানু শর্মার ছেলে বিকাশ শর্মা একই ইউনিয়নের শীতলদাহ গ্রামের খলিল শেখের বাড়িতে কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে ডা. তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।