রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের মাঝে অর্থনৈতিক মুক্তি আসেনি। আমাদের মাঝে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। একমাত্র আল্লাহ তাআলার আইন আল কোরআনের শাসন ব্যতিত আমাদের মাঝে শান্তি আসবে না। আল্লাহ ভীতি আসবে না। আর আল্লাহ ভীতি ব্যতিত ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙবেনা। কাজেই আল কোরআনের আইন ইসলামী জীবন ব্যবস্থা ব্যতিত দুনিয়া ও পরকাল কোনটারই মুক্তি আসবে না, মুক্তি পাবো না। তিনি গত শনিবার ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও তৃনমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে কথা বলেন, সংগঠনের সেক্রেটারি মুফতি জয়নাল আবেদিন ভূইয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতি সাইদ আহম্মদ সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি শেখ মুহাম্মদ আমীনুল ইসলাম। অনুষ্ঠানে নরসিংদী জেলার ৬ উপজেলার যুব আন্দোলনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।